শুক্রবার ৩১ মার্চ ২০২৩
      Beta

তুরস্কের ভূমিকম্প: HAARP ব্যবহার করেই কি ঘটানো হয়েছে ?

The Report দ্য রিপোর্ট
প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ১১:৫০:০০ পূর্বাহ্ন | ভিডিও

হার্প ব্যবহার করেই কি তুরস্কের ভূমিকম্প?

অনেকে মনে করছেন তুরস্কে সংঘঠিত সর্বকালের সরণীয় ভয়াবহ ভুমিকম্পের পিছনে কৃত্রিম ভাবে HAARP এর হাত রয়েছে। আসলেই কি তাই? প্রথমেই যেনে নেয়া যাক HAARP কি?

হারপ এর পুরো নাম হল হাই-ফ্রিকোয়েন্সি অ্যাকটিভ অরাল রিসারস প্রগ্রাম। বাতাসের আয়নোসফিয়ার নিয়ে এটি কাজ করে। এই স্তরটিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল যে প্রোগ্রাম সেটাকে বলা হয় হারপ। । এর তত্ত্বাবধানের দায়িত্ব ইউনাইটেড এস্টেট স্পেস ফোর্স এর কাছে থাকলেও ২০১৫ সালের অগাস্টের ১১ তারিখ ইউনিভারসিটি অফ অ্যালাস্কা ফেয়ারবাঙ্কস এর কাছে রিসারস ফেসিলিটির অপারেশনের দায়িত ট্রানসফার করা হয়।

তুরস্কের ভুমিকম্প HAARP এর কারনে হয়েছে এটি এসেছে গণযোগাযোগ মাধ্যমে একজন টুইট করেছিল এই ভূমিকম্প ন্যটর একটা চাল তুরস্কের বিপক্ষে। বিস্তারিত দেখুন দ্য রিপোর্ট ডট লাইভের এই ভিডিও রিপোর্টে। #turkey #earthquake #conspiracy #usa #nasa