নিয়মিত বিল নিলেও পানি দেয় না চট্টগ্রাম ওয়াসা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২২, ১০:১৮ এএম

নিয়মিত বিল নিলেও পানি দেয় না চট্টগ্রাম ওয়াসা

বিল পরিশোধ করার পরও ঠিক মতো ওয়াসার পানি পাচ্ছেন না চট্টগ্রামের খেজুরতলীর জেলেপাড়ার বাসিন্দারা। প্রতিদিনের চাহিদা মেটাতে পানি কিনে খেতে হচ্ছে তাদের। বিকেল হলেই এক কলসি পানি নিতে ভিড় জমে যায় সাগরিকার খেজুরতলী এলাকার বাসিন্দাদের।

জহুর আহমেদ স্টেডিয়ামের পেছনে খেজুরতলী জেলেপাড়া। ১২০ পরিবারে প্রায় এক হাজার লোকের বসবাস। ছয় বছরেরও বেশি সময় ধরে ওয়াসার বিল আসে প্রতি মাসে। পরিশোধও করা হচ্ছে। 

শুধু খেজুরতলী নয়, উত্তর কাট্টলী এলাকাতেও রয়েছে পানির সংকট। ওয়াসার গাফিলতির কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানিবঞ্চিত বলে অভিযোগ সিটি করপোরেশন কাউন্সিলর নেছার আহমেদ মঞ্জুর। তিনি বলেন, ‘শুনি যে ওয়াসা পর্যাপ্ত পানি উৎপাদন করছে। কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে আছি। সিটির নাগরিক হয়েও আমরা পানি পাই না।’

খেজুরতলী এলাকার পানি সংকটের বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।

Link copied!