চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ১ শ্রমিক দগ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২২, ০৮:৫৯ এএম

চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ১ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারার নির্মিতব্য ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে গ্রিন্ডিং মেশিনে কাজ করার সময় 'থিনারের কৌটা' বিস্ফোরণে ১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত মো. শাহাদাত হোসেনকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'আহত শাহাদাতকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়েলডিংয়ের বিদ্যুৎ স্পার্ক ও রঙ সঙ্গে মেশানো রাসায়নিক থিনারের সংস্পর্শে থিনারের কৌটা বিস্ফোরণে এ  দুর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।' 

চমেক বার্ন ইউনিটের সহকারী রেজিস্টার লিটন কুমার নাথ বলেন, 'শাহদাতের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে এবং তিনি চিকিৎসাধীন।'

Link copied!