চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন, আটক ২০

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:১০ পিএম

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন, আটক ২০

সরকারবিরোধী আন্দোলন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবি নিয়ে সারা দেশের মতো চট্টগ্রামেও কর্মসূচি পালন করে বিএনপি।দুপুর ৩টায় শুরু হওয়া এই কর্মসূচি চলাকালে মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে কাজীর দেউড়ির মোড়ে এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্র ও কোতয়ালি থান সূত্রে জানা যায়,নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে এগিয়ে আসছিলেন। হঠাৎই কাজীর দেউড়ি মোড়ে একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও  ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার পরপরই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন,  “মিছিল করে আসার সময় বিএনপির নেতা–কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। ২০ জনের মতো আটক করা হয়েছে। অভিযান চলছে।” 

তবে এই বিষয়ে চট্টগ্রাম মহানগর শাখা বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, “কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করছিলাম। পুলিশ ইচ্ছে করেই কাজির দেউড়ি মোড়ে ব্যারিকেড দিয়ে আমাদের কর্মীদের ছত্রভঙ্গ করতে চেয়েছে। আমাদের ২০ নেতা-কর্মী আহত হয়েছে।” 

সবশেষ তথ্য অনুযায়ি, সংঘর্ষের পর এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানালেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির।

Link copied!