‘এটিই হয়তো আমার শেষ টুইট’

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৩, ০৬:১০ পিএম

‘এটিই হয়তো আমার শেষ টুইট’

আবারও গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভিডিওর মাধ্যমে বলেছেন, গ্রেফতারের আগে এটিই হয়তো আমার শেষ টুইট। 

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লাহোরের জামান পার্কে অবস্থিত নিজ বাসভবন থেকে শেয়ার করা ওই ভিডিওতে ইমরান খান বলেন, ‘আমি আবারও গ্রেফতার হওয়ার আগে এটিই হয়তো আমার শেষ টুইট। পুলিশ আমার বাসভবন ঘেরাও করে রেখেছে।’

ওই ভিডিওতে দেখা যায়, একদল পুলিশ দাঙ্গা পুলিশের পোশাকে সজ্জিত হয়ে তাঁর বাসভবনের সামনে অবস্থান করছে। এছাড়াও রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় পুলিশের বিপুল সংখ্যক গাড়ি। 

এর আগে, দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এক ভাষণে ইমরান খান পাকিস্তানি এস্টাবলিশমেন্টের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন যেন তারা পরিস্থিতি উসকে না দেয়। কারণ, এতে কোনো পক্ষের জন্যই ফলাফল ভালো হবে না।  

এদিকে, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে আল কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা এনএবি। ইমরান খানকে দেয়া তলব নোটিশে তাদের দুজনকে বৃহস্পতিবার (১৮ মে) এনএবির সামনে হাজির হতে বলা হয়েছে।

এনএবির দুই কর্মকর্তা ইমরান খানের বাসভবনে হাজির হতে নোটিশ হস্তান্তর করেন এবং জানতে চান যে, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি এনএবি কার্যালয়ে হাজির হতে পারবেন কিনা। তবে পিটিআই নেতারা জানিয়েছেন, ইমরান খান এনএবির সামনে হাজির হবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

এর আগে, গত ৯ মে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়। দুদিন পর ১১ মে দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ বলে ঘোষণা করে তাকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। পরে ইসলামাবাদ হাইকোর্ট তার দুই সপ্তাহের জামিন মঞ্জুর করে। সেই জামিনেই এখন রয়েছেন ইমরান খান। 

Link copied!