শনিবার (২ সেপ্টেম্বর) দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দলীয় নেতাকর্মীরা। আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় এক্সপ্রেসওয়েটি।