মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ নভেম্বর) সকালে শেখ রেহানাসহ সফরসঙ্গীদের সাথে নিয়ে কা’বা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন। পরে পবিত্র মসজিদ-আল হারামে নামাজ আদায় করেন এবং বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী।