অর্গানিক মেহেদিতে রঙিন তরুণীর হাত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৯:৫০ পিএম

অর্গানিক মেহেদিতে রঙিন তরুণীর হাত

শহর কিংবা গ্রাম, প্রতিটা ঘরেই তরুণীদের প্রথম পছন্দ মেহেদি রাঙানো হাত। আর ঈদের সময় হাতে মেহেদি না লাগালে আনন্দটাই যেন মাটি। কয়েক দিন আগে থেকেই কক্সবাজারের পারলারগুলোতে শুরু হয় মেয়েদের মেহেদি লাগানোর উৎসব। কেউ কেউ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘরে বসেই রাঙাচ্ছেন দুই হাত। তবে কমবেশি সবাই ঝুঁকছেন প্রাকৃতিক বা অর্গানিক মেহেদিতে।

অর্গানিক মেহেদিতে রং গাঢ় হয় ধীরে ধীরে, রং আসতে সময় লাগে ২৪ থেকে ৩৬ ঘণ্টা। এই মেহেদিতে রাসায়নিক পদার্থের ব্যবহার থাকে না, তাই ত্বকের জন্য ক্ষতিকর নয়। ঈদ, বিয়েসহ যেকোনো উৎসবে অর্গানিক মেহেদি ব্যবহার করতে পারলে ভালো।

মেহেদি লাগানোর ধরন ও নকশায় পরিবর্তন এলেও আবেদন কমেনি মোটেও। কিশোর বয়স থেকেই মেহেদিতে হাত রাঙানোর অভ্যাস শহরের মধ্যম টেকপাড়ার তরুণী অদিতি আফ্রার। আগে বাজার থেকে সংগ্রহ করা মেহেদি দিয়ে হাত রাঙানো হতো। মাঝেমধ্যে যাওয়া হতো শহরের বিভিন্ন পারলারে। তাতে চামড়ায় সমস্য দেখা দিত। এখন অর্গানিক মেহেদি ছাড়া হাত রাঙানোই হয় না তাঁর। অতিদি আফ্রা সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন।

অতিদির সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। অর্গানিক মেহেদিতে রাঙানো তাঁর দুই হাত। তিনি ব্যবহার করছেন স্থানীয় আর্টিস্ট তানিকা ইয়েফরিন সোহার হাতে তৈরি ‘ অর্গানিক হেনা’ মেহেদি। অদিতি বলেন, বাজারের মেহেদি লাগালে দু-তিন দিন থাকে, হেনা মেহেদির স্থায়িত্বকাল ১০ থেকে ১২ দিন থাকে। তা ছাড়া অর্গানিক মেহেদিতে চামড়া ফুলে যায় না। যেসব মেয়ে নিয়মিত মেহেদি লাগান, তাঁদের আর্গানিক মেহেদি ব্যবহার করা উচিত।

 
 
Link copied!