অর্থের জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২২, ০৪:৩৬ এএম

অর্থের জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে মাকে হত্যার অভিযোগে ছেলে মঈনুদ্দিন মো. মাইনুলকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে ছেলে মাইনুলকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, মাইনুলের স্বীকারোক্তি অনুযায়ী সাতকানিয়া থানাধীন রসুলপুরে একটি গুদাম থেকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলটি জাপানের তৈরি সেভেন পয়েন্ট ফাইভ বোরের।  মঈনুদ্দিনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রয়াত জাপা নেতা শামসুল আলম মারা যাওয়ার পর তার রেখে যাওয়া নগদ টাকা ও ব্যাংক-ব্যালেন্স নিয়ে মা জেসমিন আক্তারের সঙ্গে ছেলে মাইনুলের মনোমালিন্য চলে আসছিল। শামসুল মাস্টারের দুই ছেলেমেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। বাবা মারা যাওয়ার পর মেয়ে শায়লা দেশে আসেন। বাবার ৪০ দিন জেয়াফত দেওয়ার পর তার অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার কথা ছিল। সঙ্গে মাকেও নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন।

নিকটাত্মীয়রা গণমাধ্যমকে জানান, ব্যাংক বাবার রেখে যাওয়া ব্যালেন্সের নমিনি পরিবর্তনের জন্য মাকে চাপ দিয়ে আসছিলেন মাইনুল। মঙ্গলবার সকালে স্থানীয় জনতা ব্যাংক এবং ব্রাক ব্যাংকে গিয়েছিলেন তিনি। ব্যাংক থেকে ঘরে ফিরে মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মাকে অস্ত্র দিয়ে গুলি করেন মাইনুল। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Link copied!