অস্কারজয়ী সিনেমা নির্মাতা জিন-মার্ক ভ্যালি মারা গেছেন

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২১, ০৬:২৯ এএম

অস্কারজয়ী সিনেমা নির্মাতা জিন-মার্ক ভ্যালি মারা গেছেন

মারা গিয়েছেন অস্কারজয়ী ‘ডালাস বায়ার ক্লাব’, ‘ওয়াইল্ড’খ্যাত সিনেমার নির্মাতা জিন-মার্ক ভ্যালি। গতকাল রোববারে তিনি মারা যান। তবে কী কারণে এই নির্মাতা মারা গিয়েছেন, সেটা এখনো জানা যায়নি। তার বয়স হয়েছিল ৫৮ বছর। ভ্যারাইটি গণমাধ্যম ও প্রয়াত নির্মাতার প্রযোজনা সহযোগী নাথান রোস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জিন-মার্ক ভ্যালির প্রযোজনা সহযোগী প্রডিউসিং পার্টনার নাথান রোস এক বিবৃতিতে বলেন, “প্রাথমিকভাবে এখনো মৃত্যুর কারণ জানতে পারিনি। তিনি ছিলেন সত্যিকারের সৃষ্টিশীল মানুষ। ব্যক্তি হিসেবে ভালো মানুষ। সব সময় ভিন্ন ধরনের কাজের চেষ্টা করতেন। যারা তার সঙ্গে কাজ করেছেন, তারা তার প্রতিভা ও দৃষ্টিভঙ্গি দেখেছেন।”

জিন-মার্ক ভ্যালি কানাডার মন্ট্রিল শহরে বসবাস করতেন। ১৯৮৫ সালে মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন। তার নির্মিত প্রথম সিনেমা ‘ব্ল্যাক লিস্ট’। ২০০৬ সালে ‘ক্রেজি’ সিনেমার মাধ্যমে তিনি সিনেমা অঙ্গনে আলোচনায় আসেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘ওয়াইল্ড’ সিনেমা দিয়ে সব মহলে খ্যাতি পান। সিনেমাটি দুটি শাখায় একাডেমি পুরস্কার ও একটি শাখায় গোল্ডেন গ্লোব মনোনয়ন পায়। পরের বছর নির্মাণ করেন ‘ডালাস বায়ার ক্লাব’। এটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। একাডেমি অ্যাওয়ার্ড অস্কারে তিন বিভাগে পুরস্কার জয় করে নেয় মুভিটি। সেখানে সম্পাদনা শাখায় মনোনয়ন পান জিন-মার্ক ভ্যালি। তিনি এইচবিওর সিরিজ ‘বিগ লিটল লাইস’–এর জন্য প্রশংসিত ছিলেন।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য ইয়াং ভিক্টোরিয়া’—এটি তিন শাখায় অস্কারে মনোনয়ন পায়, ‘ক্যাফে ডি ফ্লোরে’, ‘ডেমোলিশন’।

Link copied!