অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে টিকটক সরানোর নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২২, ০৩:৩১ এএম

অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে টিকটক সরানোর নির্দেশ

অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে টিকটক সরানোর জন্য আবারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি’র একজন সদস্য। নির্দেশনায় জানানো হয় টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

জুনের ২৪ তারিখে গুগল এবং অ্যাপলকে দেওয়া একটি পত্রে এফসিসি’র কমিশনার ব্রেন্ডান কার বলেন, বাইটড্যান্স চীন সরকারের সঙ্গে সম্পৃক্ত। অ্যাপটির মাধ্যমে টিকটকের মার্কিন ব্যবহারকারীদের ডাটা বিভিন্ন কারণে তারা ব্যবহার করছে।

 

সিএনএন জানায়, অ্যাপল এবং গুগল এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। অপরদিকে টিকটক সেই রিপোর্টটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে। অন্যান্য গ্লোবাল প্রতিষ্ঠানের মতো বিশ্বব্যাপী টিকটকেরও প্রকৌশলী দল রয়েছে বলে জানায় টিকটক। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা ব্যবহারকারীর ডাটা মনিটর এবং নিরাপদ করার জন্য অ্যাকসেস কন্ট্রোল নিয়োগ করেছে। আর এই অ্যাকসেস অ্যাপ্রুভাল প্রসেসটি যুক্তরাষ্ট্রভিত্তিক টিম দিয়েই পরিচালিত হয়। আমেরিকার বাইরে চায়নাসহ যেকোনও স্থান থেকে এই ডাটা অ্যাকসেসটি খুবই নিয়ন্ত্রিত।

এদিকে বাজফেড নিউজ জানায়, টিকটক আগের চেয়েও আরও বেশি করে আমেরিকানদের তথ্যে প্রবেশ করছে। আবার কয়েক বছর ধরেই আমেরিকার সরকারি দফতর থেকে জানানো হচ্ছিল চীনের সরকার আমেরিকানদের ডাটা অ্যাকসেস করছে।

একইদিনে বাজফেডের রিপোর্ট থেকে দেখা যায়, টিকটক আমেরিকার ব্যবহারকারীদের ডাটা আমেরিকা ভিত্তিক ওরাকল ক্লাউড সার্ভারে স্থানান্তর করেছে। সেইসঙ্গে আমেরিকানদের ডাটা তাদের নিজস্ব সার্ভার থেকে মুছে দিয়েছে। টিকটক জানায়, তারা আমেরিকান ব্যবহারকারীদের ট্রাফিক ওরাকলে স্থানান্তর করেছে। কিন্তু সেই ডাটা কোথায় থেকে অ্যাকসেস করা যাবে সে সম্পর্কে কিছু জানায়নি বলে মন্তব্য করে ব্রেন্ডান কার।

Link copied!