আইন অমান্য করে সমাবেশ করলে সর্বোচ্চ ব্যবস্থা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২২, ০১:০০ এএম

আইন অমান্য করে সমাবেশ করলে সর্বোচ্চ ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে পল্টন পার্টি অফিসের সামনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া যাবে না। আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে এ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পল্টনের সামনে ১০ লাখ লোকের জায়গা হবে না। রাস্তায় লোক ছড়িয়ে পড়লে বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এতে করে জনদুর্ভোগ ও জননিরাপত্তা বিবেচনায় পল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, আজকে কোনো সমাবেশ নাই, তবুও আজ উনারা (বিএনপি) জমায়েত হয়েছেন। তারা চাল, ডাল নিয়ে এখানে এসেছে। অফিসিয়াল একটি দিনে তারা রাস্তা বন্ধ করতে পারে না।

দুটি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, প্রথম কারণ পল্টনে এত লোকের জায়গা হবে না। যদি তারপরেও তারা সেখানে সমাবেশ করে তবে বাকি ৯ লাখ লোক ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। যার উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং পুলিশেরও কোনো নিয়ন্ত্রণ থাকবে না। দ্বিতীয়ত এই ১০ লাখ লোক ঢাকার সব রাস্তা দখল করলে ঢাকাবাসীর জন্য একটা চরম দুর্ভোগের বিষয় হবে।

এদিকে বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, নিহতের শরীরে শটগানের গুলির আঘাত ছিল।

Link copied!