আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা দিল অ্যাপল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৮, ২০২২, ০২:০০ পিএম

আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা দিল অ্যাপল

আইফোন ১৩ এর সঙ্গে নকশার বেশ অনেকটা সাদৃশ্য রেখে আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা দিয়েছে অ্যাপল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে নতুন আইফোনের। নতুন আইফোনের নকশা অনেকটাই আইফোন ১৩ এর মতোই। এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে।

আইফোন ১৪ এর স্ক্রিন থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি, আর ১৪ প্লাসের স্ক্রিন ৬ দশমিক ৭ ইঞ্চি। ১৪ প্লাস মডেলের ব্যাটারি লাইফ যে কোনো আইফোনের তুলনায় দীর্ঘ বলে জানা গেছে। ২টি মডেলেই এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

আইফোন ১৪ মডেলের ক্যামেরাতে থাকছে নতুনত্ব। আরও ভালো মোশন ফ্রিজিংয়ের জন্য এর ১২ মেগাপিক্সেল মূল ক্যামেরাতে থাকছে ফাস্টার অ্যাপারচার। নতুন আইফোনে আরও ভাল ক্যামেরা পারফরম্যান্সের জন্য বড় সেন্সর এবং আরও উন্নত লেন্স থাকছে।

৯ সেপ্টেম্বর থেকে নতুন আইফোনের প্রি-অর্ডার নেবে অ্যাপল। আইফোন ১৪ কিনতে পাওয়া যাবে ১৪ সেপ্টেম্বর থেকে এবং ১৪ প্লাস কেনা যাবে ৭ অক্টোবর থেকে।

আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হবে ৮৯৯ মার্কিন ডলার।

Link copied!