আজ থেকে শিশুদের করোনার টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২২, ০২:২৩ পিএম

আজ থেকে শিশুদের করোনার টিকা দেওয়া শুরু

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার থেকে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া শুরু হচ্ছে। রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক।

জানা গেছে, আজ ১৫ থেকে ২০টি শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হতে পারে। এদের ফাইজারের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগামী ২৫ আগস্ট থেকে পুরোপুরিভাবে এই টিকা কার্যক্রম চলবে। প্রথম দিকে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম জানান, ৫ থেকে ১১ বছরের শিশুদের এই টিকা কার্যক্রম সারা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে। টিকার প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন। দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) শুরু হবে প্রথম রাউন্ডের দুই মাস পর।

এদিকে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৯৮ জন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এ হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার ৫.৯ শতাংশ।

Link copied!