আরচারিতে পদক জয়ের একদিন

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০১:২০ এএম

আরচারিতে পদক জয়ের একদিন

কমনয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমস- দুটি আসরেই পদকখরায় ভুগছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে উঠেও পদকের মুখ দেখছিলেন না লাল সবুজের ক্রীড়াবিদরা। অবশেষে আরচাররাই কাটালেন সেই খরা। বুধবার তুরস্কের কোনিয়া থেকে এলো সুখবর। একদিনে তিনটি পদক এসেছে বাংলাদেশের ঘরে। কম্পাউন্ড নারী দলগতে রুপা এবং রিকার্ভ পুরুষ ও নারী দলগতে ব্রোঞ্জ জেতেন শ্যামলী রায়, রোমান সানারা।

কম্পাউন্ড নারী দলগতে অন্য কোন দেশ অংশ না নেওয়ায় সরাসরি ফাইনালে উঠে তুরস্ক ও বাংলাদেশ। তিনজন করে আরচার না থাকায় এই ইভেন্টে খেলতে পারেনি অনেক দেশই। ফাইনালে উঠলেও সোনাঝড়া হাসি দিতে পারেননি শ্যমলী রায় রোকশানা আক্তার ও পুস্পিতা জামানরা। স্বাগতিকদের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্টে (৫৪-৫০, ৫৩-৫০, ৫৬-৫১) উড়িয়ে দিয়েছে রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলামকে নিয়ে গড়া দল। এই ইভেন্টে ইরানকে ৫-১ সেট পয়েন্টে উড়িয়ে দেওয়ার পর সেমিফাইনালে গিয়ে ছন্দ হারায় বাংলাদেশ।

রিকার্ভ নারী দলগত বিভাগেও ব্রোঞ্জ এসেছে। দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তারের সমন্বয়ে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে উজবেকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। শুরুর দুই সেট ৫২-৪৮, ৫২-৫১ পয়েন্টে জিতে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। তৃতীয় সেটে ৫৩-৪৫ পয়েন্টের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় উজবেকিস্তান। কিন্তু চতুর্থ সেটে জমজমাট লড়াইয়ের পর দিয়া, নাসরিন, বিউটি জিতে যান ৪৭-৪৬ ব্যবধানে। বাংলাদেশ এই ইভেন্টে ফাইনাল খেলতে পারত। কিন্ত‘ সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে ইন্দোনেশিয়ার কাছে ৫-৪ ব্যবধানে হেরে যায় মেয়েরা। এর আগে রোমান সানা ও দিয়া সিদ্দিকী একক ইভেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।

 

Link copied!