আর্চার রোকসানার আরেক পদক মিস!

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১৯, ২০২২, ০২:০৮ এএম

আর্চার রোকসানার আরেক পদক মিস!

ইসলামিক সলিডারিটি গেমসে আগের দিন কম্পাউন্ড নারী দলগতে সতীর্থ শ্যামলী রায় ও পুষ্পিতা জামানকে সঙ্গে নিয়ে রুপা জিতেছিলেন রোকসানা আক্তার। কিন্তু একক ইভেন্টে ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) তুরস্কের কনিয়াতে অনুষ্ঠিত নারীদের কম্পাউন্ড একক ইভেন্টে ব্রোঞ্জপদক ম্যাচে স্বাগতিক আরচার সুজের বেরার কাছে ১৩৬-১৩৩ পয়েন্টে হেরে যান। কাল আরচারিতে  ১২ টি পদক নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র একটির লড়াইয়ে ছিল।

বাংলাদেশের রোকসানা প্রথম সেটেই পিছিয়ে পড়েন ৩০ স্কোরের মধ্যে ২৪ পয়েন্ট পেয়ে। যেখানে তুরস্কের আরচার করেন ২৭। পরের চার সেটে দুই জনই সমান ২৮, ২৭, ২৫ ও ২৯ করে স্কোর করেন।

মূলত প্রথম সেটের তিন পয়েন্ট ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। ফলে এই গেমসে বাংলাদেশের পদকের সংখ্যা আর বাড়েনি। বাংলাদেশ ইসলামিক সলিডারিটি গেমসে আরচ্যারিতে তিনটি পদক পেয়েছে। তিনটিই দলগত ইভেন্টে। ব্যক্তিগত ইভেন্টে একমাত্র পদকের লড়াইয়ে ছিলেন রোকসানা। তিনিও ব্যর্থ হলেন।

দলগতে সাফল্য এলেও একক ইভেন্টে র্ব্য হওয়ায় নাখোশ বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তার কথায়, ‘দলগত ইভেন্টে আমরা পদক জিতেছি। কিন্তু র্ব্য হয়েছি ব্যক্তিগত ইভেন্টে। এটা খুব দুঃখজনক।’

আরচারির মাধ্যমে পদকের খরা ঘুচতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন, “এটা আমাদের তীরন্দাজদের অর্জন। তবে স্বর্ণপদক পেলে ভাল হতো।”

Link copied!