আর্জেন্টিনার জার্সি পরে অ্যাকশনে নামার ব্যাখ্যা দিলেন সেই আনসার সদস্য

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২২, ০৪:১৪ পিএম

আর্জেন্টিনার জার্সি পরে অ্যাকশনে নামার ব্যাখ্যা দিলেন সেই আনসার সদস্য

গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সে সময় দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরিহিত একজন অস্ত্রহাতে অ্যাকশনে নেমেছেন পুলিশের সাথে। প্রশ্ন ওঠে কে এই পোশাকবিহীন কর্মী। পরবর্তীতে জানা যায় তিনি হলেন আনসার সদস্য মাহিদুর রহমান। হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠায় যে অবস্থায় ছিলেন, সে অবস্থাতেই অস্ত্রহাতে বেরিয়ে পড়েন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরে পুলিশের সাথে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

আনসার সদস্য মাহিদুর রহমান বলেন, ‘আমি পল্টন থানায় কর্মরত রয়েছি। বুধবার এখানে বিএনপির প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম চলাকালে মারামারি লাগে। এ সময় আমাদের এখানে অ্যালার্ম বেজে ওঠে। ওসি স্যারের নির্দেশ ছিল, অ্যালার্ম বাজলে যে যেই অবস্থায় রয়েছে, সেই অবস্থায় নিচে নামবে। আমি তখন খাওয়া-দাওয়া করে শুয়েছিলাম। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই যেই অবস্থায় ছিলাম, সেই অবস্থাতেই অস্ত্রহাতে নিয়ে বেরিয়ে পড়ি। শুধু জুতো পরেছি, ড্রেস পরিবর্তন করার সময় পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমার জায়গায় আমিই দায়িত্ব পালন করেছিলাম। আমার জায়গায় অন্য কেউ থাকতে পারবে না। এখন কে কী ভাবছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমিই আর্জেন্টিনার জার্সি পরে অনডিউটিতে ছিলাম। খেলা যখন থেকে বুঝি, তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।’

ansar

উল্লেখ্য, বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় অস্ত্রহাতে এক ব্যক্তিকে দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। প্রথমে পুলিশ ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে না পারলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ জানান, ওই ব্যক্তির নাম মাহিদুর রহমান। তিনি আনসার সদস্য হিসেবে পল্টন থানায় দায়িত্ব পালন করছেন।

Link copied!