আসছে সৌরঝড়: ক্ষতিগ্রস্ত হতে পারে বৈশ্বিক ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর ১০, ২০২১, ০৪:৫৮ পিএম

আসছে সৌরঝড়: ক্ষতিগ্রস্ত হতে পারে বৈশ্বিক ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থা

পৃথিবী ‍মুখোমুখি হতে যাচ্ছে আরেকটি সৌরঝড়ের। ক্ষতিগ্রস্ত হতে পারে ইন্টারনেট, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাসহ মানুষের তৈরি বেশ কিছু প্রযুক্তি ব্যবস্থা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা আবদু জ্যোতির করা এক গবেষণা থেকে এই ফলাফল পাওয়া গেছে।

সাধারণত পৃথিবীর চৌম্বকক্ষেত্র এসব সৌরঝড়ের অধিকাংশই আটকে দেয়। এই চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আগত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গকে ফিরিয়ে দিয়ে পৃথিবীকে রক্ষা করে মারত্মক বিপর্যয়ের হাত থেকে।

সূর্যের স্বাভাবিক জীবনচক্রের কারণে প্রতি ৮০ থেকে ১০০ বছর পর পর সূর্য থেকে সৌর বায়ু বা সোলার উইন্ড প্রবাহিত হয়। যা পরবর্তীতে আরো শক্তি সঞ্চয় করে সৌরঝড়ে পরিণত হয়।

সম্প্রতি বিজ্ঞানীরা দেখেতে পেয়েছেন, সূর্যের নিজস্ব চৌম্বক ক্ষেত্র অস্থিতিশীল হয়ে যাওয়ায় একটি সৌরঝড়ের আশঙ্কা বাড়ছে। গবেষকরা জানাচ্ছেন, এবারের সৌরঝড়ের ফলে পৃথিবীর ভূত্বক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ইন্টারনেট ব্যবস্থা বজায় রাখতে যে সাবমেরিন কেবল এবং বিদ্যুৎ সঞ্চালনের জন্য যে বৈশ্বিক সরবরাহ লাইন আছে তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতি ১০০ বছর পর পর এধরণের সৌরঝড় হয় বলে জানিয়েছেন গবেষকরা। এর আগে ১৮৫৯ এবং ১৯২১ সালে ভয়াবহ সৌরঝড় বয়ে গেছে পৃথিবীসহ সৌরজগতের ওপর দিয়ে। এসব সৌরঝড় সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েকমাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

Link copied!