ইউক্রেনকে অত্যাধুণিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০৮:২০ এএম

ইউক্রেনকে অত্যাধুণিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দুটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা, চারটি রাডার এবং ১৫৫ মিলিমিটারের দেড় লাখ রাউন্ড গোলা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট-ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেনকে অর্থ ও অস্ত্রসহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এর আওতায় ইউক্রেনকে এই সহায়তা দেওয়া হচ্ছে। এসব সামরিক সরঞ্জামের মূল্য প্রায় ৮২ কোটি ডলার।

ঘোষিত ওই মার্কিন প্যাকেজটিতে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (HIMARS) এর জন্য আরও গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

গতকাল শনিবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ১২৯তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে দেশটির দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দনেতস্ক প্রদেশের শহর লিয়াম, লুহানস্ক প্রদেশের প্রধান শহর সেভেরেদোনেৎস্ক এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার আংশিক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে।

Link copied!