ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৭:১১ পিএম

ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার যুক্তরাজ্যের

রাশিয়া-ইউক্রেন লড়াইয়ে ইউক্রেনের পক্ষ নিয়ে সবসময়ই কথা বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। রাশিয়ান আগ্রাসন প্রতিহত করতে দেশগুলো ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর পরপরই পশ্চিমা এ দেশগুলোর কাছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান চায় যুদ্ধরত দেশটি।

এই প্রস্তাবটিতে শুরুতেই ‘না’ উত্তর দেয় জার্মানি ও যুক্তরাষ্ট্র। তাদের পথ অনুসরণ করে নিজেদের অবস্থানের কথাও জানিয়ে দিল যুক্তরাজ্য। ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তরের মুখপাত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। 

সুনাকের দপ্তরের মুখপাত্র বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়। আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চালানো শিখতেই কয়েক মাস সময় চলে যায়। তাই আমরা মনে করি এখনই ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত হবে না।’

এর বাইরে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ব্রিটেন তার সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে জানান তিনি।

Link copied!