ইউক্রেনে যুদ্ধ থামার ব্যাপারে যা বললেন পেসকোভ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৯, ২০২২, ০৩:২৮ এএম

ইউক্রেনে যুদ্ধ থামার ব্যাপারে যা বললেন পেসকোভ

ইউক্রেন উগ্রজাতীয়তাবাদী এবং তাদের সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিলেই দেশটিতে যুদ্ধবিগ্রহ থেমে যাবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থার প্রতিবেদন অনুয়ায়ি, মঙ্গলবার সাংবাদিকদের পেসেকোভ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে আজকের দিন শেষ হওয়ার আগে যুদ্ধব্গ্রিহ থেমে যাবে, যদি ইউক্রেন উগ্রজাতীয়তাবাদী এবং তাদের সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি গতকাল সোমবার বলেন, তিনি চান এ বছর শেষ হওয়ার আগে এবং শীতকাল শুরু হওয়ার আগে যুদ্ধ থেমে যাক। জেলেনস্কির এমন মন্তব্যের জবাবে দিমিত্রি পেসকোভ ওইসব কথা বলেন।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, “ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য নির্দেশ দিলে এবং রাশিয়ার সব দাবি মেনে নিলেই দেশটিতে রাশিয়ার  সৈন্যরা হামলা বন্ধ করবে। এরমাধ্যমে সবকিছু (যুদ্ধ) থেমে যাবে।” প্রেসিডেন্ট পুতিন যেমনটি বলেছেন তাদের বিশেষ সামরিক অভিযান সেই অনুযায়ী চলছে এবং অভিযানের লক্ষ্য অর্জিত হবে বলেও জানান রাশিয়ার এই মুখপাত্র।

সামরিক অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময় ঠিক করা হয়েছে কিনা-এমন  প্রশ্নের জবাবে রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পোসকোভ `না’ বলেন।  

Link copied!