ইউয়ান নির্ভর বাণিজ্য বাড়ছে রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২২, ০৯:০৬ পিএম

ইউয়ান নির্ভর বাণিজ্য বাড়ছে রাশিয়ায়

ইউক্রেনে হামলার পর থেকেই আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। একের পর এক নিষেধাজ্ঞার পাশাপাশি পেমেন্ট ব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়া হয় রাশিয়ার শীর্ষ কিছু ব্যাংককে। এমনকি যুদ্ধ শুরুর পর এক হাজার ২০০ বহুজাতিক কম্পানি রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করেছে।  

এ অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যেতে দেশটি চীনের দিকে ঝুঁকে পড়ে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্টদের মতে, চীনের মুদ্রার ওপর রাশিয়ার নির্ভরতা বাড়ার ফলে ডলারের আধিপত্য কমে আসতে পারে। এতে মস্কোকে অর্থনৈতিক চাপের রাখার পশ্চিমা কৌশল ব্যর্থ হতে পারে।

গত মাসে একদিনে মস্কোর মুদ্রাবাজারে ইউয়ান-রুবল বিনিময়ের পরিমাণ গড়ে ছিল প্রায় ৯ বিলিয়ন ইউয়ান বা ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এর আগে পুরো সপ্তাহে এই পরিমাণ এক বিলিয়ন ইউয়ানে পৌঁছাত না।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চাপে পড়েছে রাশিয়ার অর্থনীতি। তাই বাণিজ্য চালিয়ে যেতে দেশটির আর্থিক ও করপোরেট খাত ডলারভিত্তিক বৈশ্বিক লেনদেন ব্যবস্থা থেকে বের হয়ে আসছে। এতে মস্কো ও বেইজিং আরো ঘনিষ্ঠ হচ্ছে। ইউয়ান ও অন্যান্য এশীয় মুদ্রায় আগ্রহ দেখাচ্ছে দেশটি।

Link copied!