ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ০৩:৪৬ এএম

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার

মোবাইল ইন্টারনেট ফুরিয়ে গেলেও ব্যবহার করা যাবে ফেসবুক ও মেসেঞ্জার। তবে আপাতত শুধু গ্রামীণফোনের গ্রাহকেরা এসব সুবিধা পাবেন। মঙ্গলবার (০৯ নভেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ টেলিযোগাযোগ কমিউনিকেশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধু টেক্সটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ এবং ‘ডিসকভার অ্যাপ’ উদ্বোধনকালে এই ঘোষণা দেওয়া হয়।

তবে এই সুযোগ পেতে অপেক্ষা করতে হবে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত। এর ফলে মেসেঞ্জারে যেমন করা যাবে বার্তা আদান-প্রদান তেমনি ফেসবুক অ্যাপ ব্যবহার করে স্ট্যাটাস দেওয়াসহ বেশ কিছু ফিচার ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকেরা ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-অনলি সংস্করণে যুক্ত থাকতে পারবেন। এ ছাড়া মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ গ্রামীণফোন গ্রাহকদের দৈনিক ১৫ মেগাবাইট ব্যালেন্সের মাধ্যমে কোনো চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ দেবে। গ্রাহকেরা ডিসকভারের মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার যেমন: ফ্রি ডেটা দিয়ে টেক্সট মেসেজ ও আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সব সময় যুক্ত থাকতে পারবেন।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। এটি উদ্বোধনের মাধ্যমে আমরা ত্রিমাত্রিক মাইল ফলক অর্জন করেছি। প্রত্যন্ত অঞ্চলের সব শ্রেণি পেশার মানুষের কাছে ডিজিটাল সেবা ও সুবিধা পৌঁছে দিতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণের পথে আরও এগিয়ে গেলাম। এই সেবার মাধ্যমে আমরা ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রকে আরও সহজ, সুন্দর করতে পারলাম। সবাই যেন বৈষম্যহীনভাবে ডিজিটাল সেবা নিতে পারে সে জন্য ডেটা প্যাকেজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের শুরুর দিকেও বিভিন্ন ওয়েবসাইট বা ওয়াপসাইট ব্যবহারের সুযোগ দিয়েছিল দেশের মোবাইল অপারেটেরা। বিশেষ করে ডেটা ছাড়াই এসএমএস নোটিফিকেশন হিসেবে ফেসবুকের আপডেট পাওয়া এবং এসএমএস করে ওয়ালে পোস্ট করা, অন্যের ওয়ালে পোস্ট করা, কমেন্ট করা, কমেন্ট রিপ্লাই দেওয়া, মেসেজ পাঠানো যেত। বাংলালিংক এবং গ্রামীণফোন এ সুবিধা এনেছিল।

Link copied!