ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও গুগলের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৯, ২০২১, ১০:৩০ পিএম

ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও গুগলের নতুন উদ্যোগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ সোমবার জানায়, গুগলের সাথে মিলে সমুদ্র অভ্যন্তরীণ সংযোগ স্থাপনের লক্ষ্যে তারা দুটি প্রকল্পের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটি হলো সিঙ্গাপুর,ইন্দোনেশিয়া ও উত্তর আমেরিকার মধ্যে সংযোগ স্থাপন আরেকটি হলো ইন্টারনেট সংযোগের গতি বাড়ানো।

ফেসবুকের নেটওয়ার্ক ইনভেস্টমেন্টস শাখার ভাইস প্রেসিডেন্ট কেভিন সালভাদোরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইকো এবং বিফ্রোস্ট নামক দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পেপর আওতায় কেবলের সাহায্যে জাভা সাগরের তলদেশ দিয়ে নেটওয়ার্ক বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হবে এবং  ট্রান্স-প্যাসিফিকের তীরবর্তী অঞ্চলসমূহের তথ্য স্থানান্তর ক্ষমতা প্রায় ৭০% বৃদ্ধি করা হবে।’ 

এ প্রকল্পে বিনিয়োগের পরিমাণ কত তা প্রকাশ করতে তিনি অস্বীকার করেন, তবে তিনি বলেন দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ।

প্রকল্পটি বাস্তবায়ণ হলে এটিই সর্বপ্রথম উত্তর আমেরিকাকে ইন্দোনেশিয়ার কয়েকটি অংশের সাথে সরাসরি সংযুক্ত করবে এবং বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশের মধ্য ও পূর্ব প্রদেশের যোগাযোগ বাড়বে।

সালভাদোরি আরও বলেছেন, “ফেসবুক ‘গুগল বর্ণমালা’ এবং ইন্দোনেশীয় টেলিযোগযোগ সংস্থা ‘এক্সএল আজিয়াটা’র সাথে মিলে ‘ইকো’ নির্মিত হচ্ছে এবং ২০২৩ সালের মধ্যে এটি শেষ হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”

অন্যদিকে ইন্দোনেশিয়ার টেলিকম সহযোগী সংস্থা ‘তেলিনে’র সাথে মিলে ‘বিফ্রস্ট’ তৈরি করা হচ্ছে এবং সিঙ্গাপুরের বহুজাতিক প্রতিষ্ঠান ‘ক্যাপেল’ ২০২৪ সালের মধ্যে এর কাজ শেষ করতে চেয়েছে।

ইন্দোনেশিয়ার ইন্টারনেট সরবরাহকারী সংস্থার ২০২০ সালের জরিপে দেখা গেছে, ইন্দোনেশিয়ার ২৭০ মিলিয়ন জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তাদের বেশিরভাগই ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে ওয়েবে অ্যাক্সেস করে এবং ১০ শতাংশেরও কম মানুষ মোবাইল ডেটা ব্যবহার করে ওয়েবে অ্যাক্সেস করে।

ফেসবুক গত বছরই ঘোষণা জানিয়েছিল, জনসাধারণের জন্য ইন্টারনেট ব্যবহার সহজ করতে ইন্দোনেশিয়ার বিশটি শহর জুড়ে ৩,০০০ কিলোমিটার (১,৮৬৪১ মাইল) ফাইবার মোতায়েন করা হবে।

সূত্র: রয়টার্স।

Link copied!