ইমরান খান একাই লড়বেন ৩৩ আসনে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৪:৫৩ পিএম

ইমরান খান একাই লড়বেন ৩৩ আসনে

পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে মার্চের ১৬ তারিখ। সবগুলো আসনে তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একাই প্রার্থী হতে যাচ্ছেন।

রবিবার লাহোরে দলের কোর কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসনে একা নির্বাচন করবেন।’ তিনি জানান, রাজনীতির মাঠ ফাঁকা রাখবে না পিটিআই।

শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা দেয় আগামী ১৬ মার্চ জাতীয় পরিষদের ৩৩টি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআইয়ের আইনপ্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণ করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

এর আগে ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানে উপ-নির্বাচনে বড় জয় পান ইমরান খান। ন্যাশনাল অ্যাসেম্বলির আট আসনের মধ্যে ছয় আসনেই জয়ী হন তিনি।

Link copied!