ইসরায়েলে ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা, ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৩, ০৩:১৯ পিএম

ইসরায়েলে ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা, ৭ জন নিহত

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে ইহুদিদের একটি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে।  ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ২১ বছর বয়সী ওই বন্দুকধারীও নিহত হন। 

বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পরই ইসরায়েলের জেরুজালেমে এই হামলার ঘটনা ঘটলো।

ইসরায়েল পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৮টার দিকে একটি গাড়িতে করে আসে বন্দুকধারী। জেরুজালেমে সিনাগগে উপাসনালয় হিসেবে ব্যবহৃত ভবনে হামলা চালায়। বন্দুকধারীকেও নিষ্ক্রিয় (হত্যা) করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হামলায় ঘটনাস্থলেই ১৫ বছর বয়সী এক শিশু ও ৭০ বছর বয়সী এক নারীসহ পাঁচ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতোলে মৃত্যু হয় আরেক জনের। হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বন্দুক হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়।

এদিকে, জেরুজালেমে ইহুদিদের একটি উপাসনালয়ে বন্দুক হামলা’র ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে, জেরুজালেমের উপাসনালয়ে বন্দুক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

Link copied!