৫ লাখের লেনদেনকৃত গ্রাহক তালিকা চাইল গোয়েন্দা সংস্থা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১, ২০২২, ১০:২৭ পিএম

৫ লাখের লেনদেনকৃত গ্রাহক তালিকা চাইল গোয়েন্দা সংস্থা

বিভিন্ন ব্যাংকে তারল্য সংকটের অভিযোগ আমলে নিয়ে  ঘটনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান। আর তারই অংশ হিসেবে ব্যাংক থেকে যারা ৫ লক্ষ টাকার বেশি উত্তোলন ও ঋণ গ্রহণ করছে তাদের তালিকা চেয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার দেশের বৃহৎ একটি ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

সরকারের উচ্চপর্যায় থেকে গত রবিবার ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের প্রকৃত চিত্র অবহিত করার নির্দেশ দেওয়া হয়। এরপর গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকটির ঋণ অনিয়মের ঘটনা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়। ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন গ্রুপের ঋণ নথিপত্র কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদেরও দেখানো হয়েছে।

ইসলামী ব্যাংকে প্রায় ১ কোটি ৯০ লাখ গ্রাহক রয়েছে। তাই গ্রাহকরা যেন কোন বিভ্রান্তিতে না পড়ে এবং সেবা প্রদান বিঘ্নিত না হয় এজন্য বিশেষ জোর দেয়া হয়েছে বলে জানায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা।

তিনি দ্য রিপোর্টকে বলেন, ইসলামী ব্যাংকের মোট ঋণের পোর্টফোলিও ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যার সবগুলোর হিসেব আমাদের কাছে আছে। এদিকে আমাদের নন পারফর্মি এসেট মাত্র ৩ শতাংশ। যার ফলে বুঝা যাচ্ছে যে আমরা যে কোন ব্যাংকের চেয়ে ভাল অবস্থানে আছি। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য চাইলে আমাদের অসুবিধা হয়নি।

Link copied!