ঈদ উৎসবে মাতলেন ফ্রান্সের প্রবাসীরা

প্যারিস প্রতিনিধি, ফ্রান্স

মে ৩, ২০২২, ০২:৪২ এএম

ঈদ উৎসবে মাতলেন ফ্রান্সের প্রবাসীরা

সৌদি আরবের সাথে মিল রেখে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। করোনা মহামারির দুই বছর পর স্বতঃস্পূর্ত অংশগ্রহনে ঈদ উদযাপন হল এবার। এদিন বাংলাদেশী অভিবাসীরা স্বস্তি নিয়ে ঈদ জামাত আদায় করেন। পরে একে অপরের সাথে কাধে কাধ মিলিয়ে, কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করেন। 

ধর্মীয় ভাবগাম্ভির্য্যের সাথে ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম ধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর সারাবিশ্বে আনন্দ ছড়িয়ে দিচ্ছে। সেই আনন্দ ঢেউ এসে আছড়ে পড়েছে ফ্রান্সেও। 

রাজধানী প্যারিসের মেট্রো হোস জিমনেসিয়াম, অভার ভিলিয়ে বাংলাদেশ মসজিদ ও বাংলাদেশ ইসলামকি সেন্টার এস্তায় সকাল থেকে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য দেশের মুসলিম অভিবাসীরাও ঈদ জামাতে শরীক হন। এদিকে মেট্রো হোস জিমনেসিয়ামে পন্থা মেয়র মুসলিম কমিউনিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

করোনা দুই বছরে ঈদ জামাতে কড়াকড়ি ছিল। সেই করোনার আতঙ্ককাল কেটে গিয়ে দুই বছর পর ঈদের জামাতগুলোতে ছিলো উপচে পড়া ভিড়। একে অপরের সাথে সৌহার্ধ্য এবং ভ্রাতৃত্বের বন্ধন বিলিয়ে দেন আগত মুসল্লিরা।

প্যারিসের অদূরে লীল, স্টার্সবাগ, তুলুজসহ একাধিক বাংলাদেশী অধ্যুষিত শহরগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।

প্রবাসে দেশের মতো ঈদের আমেজ না থাকলেও নিজেদের মধ্যে সুখ-দুঃখ ভাগাভাগি করে ভেদাভেদ ভুলে মিলিত হন এক কাতারে। সরকারি কিংবা সাপ্তাহিক ছুটি না থাকায় অনেকেই নামাজ শেষে যোগ দেবেন কাজে।

Link copied!