ঈদে চলাচলের অনুমতি চেয়ে বাইকারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২২, ০২:৪১ এএম

ঈদে চলাচলের অনুমতি চেয়ে বাইকারদের মানববন্ধন

নিরাপত্তা ইস্যুতে আন্তঃমহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়েছেন বাইকাররা। আসন্ন ঈদ উপলক্ষে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে আবারও বাইক চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

চালকেরা বলছেন, প্রশাসন দুর্ঘটনা রোধের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, তা যৌক্তিক। দুর্ঘটনার বেশির ভাগই ঘটে অদক্ষ ও অবৈধ লাইসেন্সধারী চালকদের মাধ্যমে। সেই ক্ষেত্রে এসব চালককে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে যাঁদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে, তাঁদের মোটরসাইকেল চালাতে দেওয়া উচিত। কারণ, মোটরসাইকেল চালাতে না দিলে তাঁদের ঈদযাত্রা ভোগান্তিতে পরিণত হবে।

মানববন্ধনে অর্ধশতাধিক বাইকার উপস্থিত ছিলেন।

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের পেছনে বাস মালিকদের হিংসাত্মক মনোভাব রয়েছে দাবি করে আরেক বাইকার মমিন তাজ বলেন, বাস মালিকদের ঈদে আয় কমে যাওয়ার ভয় থেকেই তারা ওপর মহলে চাপ সৃষ্টি করে বাইক চলাচল বন্ধ করিয়েছে।

একাধিক বাইকারের ব্যাখ্যা, যারা প্রকৃত বাইকচালক, তারা সব ধরনের নিয়ম মেনেই চলে- এমনটাই দাবি করেছেন বাইকাররা।

Link copied!