উইন্ডোজে ত্রুটি, দ্রুত হালনাগাদের অনুরোধ মাইক্রোসফটের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২২, ০৩:৫৭ এএম

উইন্ডোজে ত্রুটি, দ্রুত হালনাগাদের অনুরোধ মাইক্রোসফটের

‘ফোলিনা’ ত্রুটি দূর করে উইন্ডোজ ৭ থেকে পরবর্তী সব সংস্করণ ব্যবহারকারীদের জন্য হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। নিরাপদ থাকতে ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ হালনাগাদের অনুরোধও করেছে তারা। গত এপ্রিলে এই ত্রুটির সন্ধান পায় মাইক্রোসফট। তারপর থেকেই গোপনে হালনাগাদ সংস্করণ তৈরির কাজ করছিল প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ‘ফোলিনা’ ত্রুটির জন্য দায়ী উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যুক্ত থাকা মাইক্রোসফট ডায়াগনস্টিক টুল। এই নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই বিশেষ ধরনের ওয়ার্ড ফাইল পাঠিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারত। এপ্রিলে সন্ধান পেলেও প্রথম দিকে ত্রুটির কথা গোপন রেখেছিল মাইক্রোসফট। কিন্তু গত মাসে টোকিওভিত্তিক এক সাইবার নিরাপত্তা গবেষক উইন্ডোজের এই ত্রুটির সন্ধান পাওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। এরইমধ্যে ত্রুটিটি কাজে লাগিয়ে তিব্বতের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলাও চালিয়েছে চীনের একদল হ্যাকার।

Link copied!