উচ্চস্বরে কথা বললেই গুনতে হবে জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ১০:০৩ পিএম

উচ্চস্বরে কথা বললেই গুনতে হবে জরিমানা!

সৌদি আরবে পাবলিক প্লেসে উচ্চস্বরে কথা বললেই জরিমানা গুনতে হবে। এ ব্যাপারে একটি নতুন প্রবিধান জারি করেছে সৌদি সরকার। এতে বলা হয়েছে কোনো ব্যক্তির উচ্চস্বরের কথার দরুন ওই স্থানে থাকা অন্য কারও অসুবিধা বা বিরক্তির সৃষ্টি হলে অভিযুক্ত ব্যক্তিকে ১০০ রিয়েল (২ হাজার ৫৩৩ টাকা) জরিমানা করা হবে। আল ওয়াতানের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, সৌদি পাবলিক এটিকুয়েট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খালেদ আবদুল করিম জানিয়েছেন, “দর্শকদের ক্ষতি করে, ভয় দেখায় বা বিপদে ফেলে এমন কোনো পাবলিক প্লেসে জোরে কথা বলা বা সে ধরনের কোনো কাজ করাকে জনশৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থি বলে মনে করে।”

নতুন বিধান অনুযায়ী, পুরুষ ও মহিলাদের শালীন পোশাক পরতে হবে এবং অশ্লীল অঙ্গভঙ্গি এড়িয়ে চলতে হবে। এছাড়া ময়লা ফেলা, থুতু ফেলা, অনুমতি ছাড়া কারও ছবি তোলা বা ভিডিও করা এবং নামাজের সময় গান বাজানোকে নিষিদ্ধ করা হয়েছে বিধানে।

এছাড়া সৌদি আরবে মসজিদ বা সরকারি অফিসে শর্টস পরার শাস্তি হিসাবে ২৫০ থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়। তবে সৌদি আরবে পুরুষরা জনসমক্ষে হাফপ্যান্ট পরলে তা শিষ্টাচারের লঙ্ঘন বলে বিবেচিত হয় না।

Link copied!