উৎসব আন্তর্জাতিক, নেই বিদেশী অতিথি!

তুহিন কান্তি দাস

ফেব্রুয়ারি ৫, ২০২১, ০৮:২১ পিএম

উৎসব আন্তর্জাতিক, নেই বিদেশী অতিথি!

করোনার আতংক কাটিয়ে স্বাভাবিক হতে চলেছে জন-জীবন। এসে গেছে করোনা ভ্যাকসিনও। এ অবস্থায় ঘরবন্দি জীবনের একঘেয়ে সময় থেকে বেরিয়ে লোকজন বিনোদন খুঁজছে। যান্ত্রিক জীবনে রোজকার স্বপ্নযানে নিঃশব্দে দোল খাচ্ছে আগমনী গানও। মাঘের শেষে রাজধানী ঢাকাও ফিরে পাচ্ছে তার উৎসব- পার্বণের চেহারা। নগরে এরইমধ্যে হয়ে গেল বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসব। নামে আন্তর্জাতিক হলেও সেসব অনুষ্ঠানে ছিলেন না কোনো ভিনদেশী অতিথি। তারপরও দেশীয় অতিথিদের উপস্থিতি এবং দর্শকদের অংশগ্রহণ মিলে জমে উঠেছিল আয়োজন।

ঢাকার প্রাণকেন্দ্রে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৬ জানুয়ারি শুরু হয় ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের সমাপ্তি ঘটেছে ২৪ জানুয়ারি। ওই আনন্দের রেশ কাটতে না কাটতেই ৩০ জানুয়ারি শুরু হয়েছিল সাতদিন ব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এটি চলে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। শিল্পকলা, পাবলিক লাইব্রেরি এবং জাতীয় জাদুঘর প্রাঙ্গন— এই তিনটি স্থানে একযোগে চলে উৎসবটি।

১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ছবিমেলা উৎসব-০। ব্যাতিক্রমী এই আয়োজন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

তিনটি আয়োজনই আন্তর্জাতিক মোড়কে হলেও এর কোনোটিতেই অংশগ্রহন নেই কোন বিদেশী অতিথির। আন্তর্জাতিক উৎসব মানেই বিদেশী অতিথির ছড়াছড়ি হয় ফিবছর। বিদেশী নির্মাতা, বিচারকদের পদচারনায় মুখরিত থাকে উৎসব অঙ্গন। কিন্তু করোনা মহামারির কারণেই এ বছর ভিন্ন এক চেহারায় উৎসব হচ্ছে। যে কারণে বাংলাদেশের বিচারক, নির্মাতাদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে সকল কর্মশালা ও কর্মসূচী।

আন্তজার্তিক শিশু চলচ্চিত্র উৎসব

প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে ছিল বাংলাদেশী শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগ। এই বিভাগে ৬১টি চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এই ১৯টি চলচ্চিত্রের ৫টি চলচ্চিত্র পুরষ্কার পাবে ‘ইয়ং বাংলাদেশী ট্যালেন্ট’ শীর্ষক বিভাগে। ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা এতে অংশ নেয়।

মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রয়েছে ‘মুক্তির চলচ্চিত্র’ শিরোনামে বিশেষ আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী ছিল। একই সাথে ছিল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগও। বিভিন্ন দেশের শিশুদের বানানো চলচ্চিত্র নিয়ে ছিল প্রতিযোগিতা বিভাগ, যেখান থেকে একটি চলচ্চিত্রকে পুরষ্কার দেওয়া হবে। বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন একটি সামাজিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগ রাখা হয় ‘নিউ নরমাল’ শিরোনামে।

উৎসবে প্রতিনিধিদের জন্য বিভিন্ন কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়। এতে মোট চারটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিরেকশন ও সিনেমাটোগ্রাফির উপর কর্মশালায় উপস্থিত ছিলেন অমিতাভ রেজা চৌধুরী ও তাহসিন রহমান। স্ক্রিপ্টরাইটিংয়ের উপর কর্মশালা নিয়েছেন সাদিয়া খালিদ রীতি, প্রোডাকশন ডিজাইনের উপর কর্মশালা নিয়েছেন রঞ্জন রাব্বানী, ফেস্টিভ্যাল সার্কিট সম্পর্কে কর্মশালা নিয়েছেন আবু শাহেদ ইমন।

এছাড়া শিশু- তরুণ প্রতিনিধিদের সাথে অন্তরঙ্গ আড্ডায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট র্কনেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, মোঃ মাশরুকুল হক এবং মারুফা মাশরুক। সেলিব্রেটি আড্ডায় ছিলেন প্রথম বাংলাদেশী নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার। এছাড়া ছিলেন সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২১ শেষ হয়েছে সফলভাবেই। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ— এই স্লোগানে উৎসবের শুরুতেই অস্কারজয়ী বাংলা  চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে সম্মাননা হিসেবে শিল্পকলার সবুজ চত্বরে পথের পাচালি চলচ্চিত্রের উন্মুক্তোক্ত প্রদর্শনী হয়। উৎসবে ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হয় যেখানে স্বল্পদৈর্ঘ্য,স্বাধীন ও  পূর্ণদর্ঘ্যৈ ৪১টি বাংলাদেশি চলচ্চিত্র অন্তর্ভূক্ত ছিল, এখানেও ছিল না কেবল বিদেশী কোন নির্মাতা ।

ছবিমেলা-০ উৎসব

পাঠশালার উদ্যোগে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে  ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দশদিনব্যাপী ‍ আন্তর্জাতিক ছবিমেলা-০ নামের এই উৎসব। উৎসব আয়োজকরা জানিয়েছেন, প্রস্তুতি চলছে পূর্ণ উদ্যমে। উৎসবে মোট আটটি বিভাগে ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকাসহ বাংলাদেশের অংশগ্রহণকারী শিল্পীর সংখ্যা ৭৫জন। এ বছর বরাবরের মতোই রেট্রোস্পেক্টিভ, কর্মশালাসহ সকল বিভাগ সংশ্লিষ্ট থাকলেও থাকছে না আন্তর্জাতিক উৎসবের প্রধান আকর্ষণ বিদেশী কোন অতিথি।

পাঠশালার আর্টিস্ট প্রেস মিডিয়া সেক্রেটারি সালমা আবেদীন পৃথি জানান, বিদেশী অতিথি না থাকলেও, ভারত, পাকিস্তান এবং নেপালী শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী থাকবে উৎসবে।

Link copied!