এবার হাওয়া বইবে ভারতে

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২২, ১১:০৪ পিএম

এবার হাওয়া বইবে ভারতে

বাংলাদেশে ঝড় তোলার পর এবার ভারতে বইতে যাচ্ছে  হাওয়া। সব ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ভারতব্যাপী মুক্তি পাবে ৩০ ডিসেম্বর।

গত অক্টোবরে রবীন্দ্রসদনের নন্দনে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ হাওয়া দেখানো হয়। সেখানে দর্শকচাপে সিনেমটির শো বাড়াতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আসন সংকটে মেঝেতে বসেও ছবিটি দেখেছেন অনেকে। সে সময় অনেকেই সিনেমাটি দেখতে পারেনি। তাই ভারতের হলে সিনেমাটি মুক্তির প্রত্যাশা রেখেছিলেন কলকতার দর্শকরা। প্রতিবেশি দেশের প্রত্যাশার কথা ভেবেই এইবার ভার‍তে মুক্তি পাচ্ছে হাওয়া।

এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল। মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান এবং স্বয়ং মেজবাউর রহমান সুমন। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক।

‘হাওয়া’ সিনেমাটি এবারের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে দর্শকনন্দিত এই সিনেমা।

Link copied!