এক বছর পর চীনে করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৯, ২০২২, ১০:২৮ পিএম

এক বছর পর চীনে করোনায় মৃত্যু

চীনে হঠাৎ করে বেড়েছে করোনার সংক্রমণ। এর মধ্যে এক বছরের বেশি সময় পর করোনায় প্রথম মৃত্যুর খবর জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুইজন করোনায় মারা গেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

সর্বশেষ, ২০২১ সালে করোনায় মৃত্যুর তথ্য জানায় চীন। ২০২০ সালের ১১ জানুয়ারি করোনায় প্রথম মারা যান চীনের উহান শহরের ৬১ বছরের এক বৃদ্ধ।

নতুন করে করোনা বাড়ছে চীন, হংকং, দক্ষিণ কোরিয়ায়। সেখানে ওমিক্রনের যে ধরনটি ছড়িয়েছে তা ব্যাপক শক্তিশালী বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। চীনে করোনায় মারা যাওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে।

Link copied!