একাকীত্বকে সঙ্গী করে আবার হোস্টেলেই ফিরলেন হেলাল হাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২২, ০৮:৪৩ পিএম

একাকীত্বকে সঙ্গী করে আবার হোস্টেলেই ফিরলেন হেলাল হাফিজ

চোখ ও কিডনির জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন ৭৪ বছর বয়সী কবি হেলাল হাফিজ। এসব নিয়ে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত কয়েক দফা বেশকিছু দিন হাসপাতালে কাটাতে হয়েছে তাকে। ২০ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

এরপর ঢাকার সেগুনবাগিচায় কবি ইসমত শিল্পীর বাসায় উঠেছিলেন কবি হেলাল হাফিজ; তিন সপ্তাহেরও বেশি সময় সেখানে থাকার পর ফের একাকী জীবনে ফিরে গেছেন তিনি।

ইসমতের বাসা থেকে গত ১৪ নভেম্বর শাহবাগের সুপার হোম হোস্টেলে গিয়ে ওঠেন হেলাল হাফিজ। পূর্বপরিচিত এই হোস্টেলই এখন তার ঠিকানা।

দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজের জীবন গত এক দশক ধরেই কাটছিল হোটেলে হোটেলে। সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তির আগেও তিনি সুপার হোমে ছিলেন।

হেলাল হাফিজের লেখালেখির শুরুটা ষাটের দশকে। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়।

১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। এর ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। ২০১৯ সালের ডিসেম্বরে তার ৩৪টি কবিতা নিয়ে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশ হয় তৃতীয় কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’।

২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান হেলাল হাফিজ।

Link copied!