এক্সট্রা শিল্পী থেকে জনপ্রিয় নায়ক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২২, ১০:৩৫ পিএম

এক্সট্রা শিল্পী থেকে জনপ্রিয় নায়ক

জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’  সিনেমার মাধ্যমে  ১৯৭৩ সালে ঢাকাই চলচ্চিত্রে  প্রথম অ্যাকশন দৃশ্যর প্রচলন শুরু হয়। সেখানে ভিলেন চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছিলেন জসিম। এই খলনায়কই পরে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তুমুল জনপ্রিয়তা পান।

তাঁর পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন। কিন্তু জসিম নামেই ব্যাপক জনপ্রিয় তিনি। জসিম ভেবেছিলেন ফাইট ডিরেক্টর হিসেবে ক্যারিয়ার গড়বেন। পাশাপাশি ফাইটার হিসেবে কাজ করবেন। কিন্তু সেখান থেকে নায়ক হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলেন। জীবনের শেষ সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন জসিম।

জসিম বলেছিলেন, অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল শুরু থেকেই। অভিনয় না করলেও পর্দার বাইরে আজীবন ফাইট ডিরেক্টর হিসেবে থাকতে চেয়েছিলেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ফাইট ডিরেক্টর হিসেবে ক্যারিয়ারের শুরু করেছিলেন। তিনি ন্যাশনাল কোচিং সেন্টার থেকে মার্শাল-জুডো শিখেছেন।

১৯৭২ সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। পরে দেওয়ান নজরুলের দোস্ত দুশমন চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।

১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান জসিম। তাঁর তিন ছেলে রাতুল, সামী ও রাহুলকে আগলে ধরে আছেন স্ত্রী নাসরিন জসিম। বাবার মৃত্যুর সময় রাহুলের বয়স ছিল ছয় বছর। বাবার পথ ধরে একসময় অভিনয়ে নাম লেখানোর ইচ্ছা থাকলেও চলচ্চিত্রের দুরবস্থার কারণে আর এ পথে যাননি তাঁর সন্তানেরা। বর্তমানে ব্যান্ড দলের সঙ্গে যুক্ত আছেন তাঁরা।

পুরো ক্যারিয়ারে জসীম প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ-নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘লালু মাস্তান’ ইত্যাদি।

Link copied!