এন্ড্রু কিশোরকে হারানোর দুই বছর

বিনোদন ডেস্ক

জুলাই ৬, ২০২২, ০৫:১৯ পিএম

এন্ড্রু কিশোরকে হারানোর দুই বছর

দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছিলেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। যুদ্ধে জয়ী হতে পারেননি। ২০২০ সালের ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন এই গুণী শিল্পী।

২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এন্ড্রু কিশোর। ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে চিকিৎসকরা হাল ছেড়ে দেন।

এরপর প্লেব্যাক সম্রাটের নিজ ইচ্ছাতেই ২০২০ সালের ২০ জুন তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। মহানগরীর মহিষবাথানে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় বসবাস শুরু করেন তিনি। মাস না পেরুতেই ৬ জুলাই সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৫ জুলাই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বাংলা গানে এন্ড্রু কিশোর ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত ছিলেন।  ১৫ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ অনুভূতি- সব ধরনের গানই তিনি গেয়েছেন। দীর্ঘদিন পুরোদস্তুর পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে দুই বাংলায় গান করেছেন এন্ড্রু কিশোর।

Link copied!