এফডিসি শহীদ মিনারে যাবে না এটিএমের মরদেহ

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৬:৩২ পিএম

এফডিসি শহীদ মিনারে যাবে না এটিএমের মরদেহ

বরেণ্য অভিনেতা এটিএম  শামসুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে নারিন্দায় পীর সাহেবের বাড়িতে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর সূত্রাপুর মসজিদে। এরপর এই অভিনেতাকে দাফন করার কথা রয়েছে জুরাইন কবরস্থানে।

এটিএম শামসুজ্জামানের ভাই হাজী সোলায়মান জামান রতন গণমাধ্যমকে জানান, আজিমপুর আর জুরাইন দুই কবরস্থানে দাফনের কথা চিন্তা করা হচ্ছে। তবে জুরাইন কবরস্থানে দাফনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। 

তিনি আরও বলেন, এটিএম শামসুজ্জামানের মরদেহ এফডিসি বা শহীদ মিনারে নেওয়া হবে না। তিনি জীবিত অবস্থায় তার মরদেহ শহীদ মিনার বা এফডিসিতে নিতে নিষেধ করেছেন।’

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। পরে শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত বছরের ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

Link copied!