ওয়াশিংটন পোস্ট ইজ নট ফর সেল, জানিয়ে দিলেন প্রতিষ্ঠানটির মালিক বেজোস

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:০২ এএম

ওয়াশিংটন পোস্ট ইজ নট ফর সেল, জানিয়ে দিলেন প্রতিষ্ঠানটির মালিক বেজোস

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বিক্রি হচ্ছে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ও মালিক জেফ বেজোস।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের দাবি করা হয়েছিল আমাজন কর্ণধার বেজোস ওয়াশিংটন কমান্ডারস কিনতে ওয়াশিংটন পোস্ট বিক্রি করতে পারেন। তবে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস গত সোমবার(২৩ জানুযারি) সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে নিউইয়র্ক পোস্টের ওই দাবি উড়িয়ে দিয়েছেন।   

সোমবার সিএনএন জানায়, গত সপ্তাহে বেজোস ওয়াশিংটন পোস্ট নিউজরুম পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির স্টাফদের সাথে বৈঠক করেন এবং সম্পাদকীয় মিটিংয়ে যোগ দেন। খুবই গোপণীয় ওই সম্পাদকীয় বৈঠকের একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, সংবাদপত্রের সিনিয়র স্টাফদের বেজোস বলেছেন পত্রিকা বিক্রি করে দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।   

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, আমাজন কর্ণধার বেজোস ওয়াশিংটন কমান্ডারস কিনতে ওয়াশিংটন পোস্ট বিক্রি করতে পারেন।

এছাড়া এর আগেও গুঞ্জন বেরিয়েছিল বেজোস ও মার্কিন র‍্যাপার জে-জি ওয়াশিংটন কমান্ডারস কিনতে একটি যৌথ বিডে অংশ নেবেন।

নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, ওয়াশিংটন পোস্ট বিক্রি করার জন্য একজন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ওই আইনজীবী এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করতে পারেন। প্রাথমিক এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট এমন তথ্য প্রকাশ করলেও ওই আইনজীবীর পরিচয় প্রকাশ করেনি।

প্রসঙ্গত, ২০১৩ সালে সাবেক মালিক ডোনাল্ড গ্রাহামের কাছ থেকে ওয়াশিংটন পোস্ট কিনে নেন জেফ বেজোস। পত্রিকাটির মালিক হওয়ার পর থেকেই সংবাদপত্রটির সার্কুলেশন দ্রুত বাড়তে থাকে। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদায় নেওয়ার পর এর সার্কুলেশন কমতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২২ সাল থেকে সংবাদপত্রটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

 

Link copied!