করোনাটিকা : কমছে ভয় বাড়ছে নিবন্ধন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০৩:৩৯ পিএম

করোনাটিকা : কমছে ভয় বাড়ছে নিবন্ধন

রবিবার দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ধীরে ধীরে মানুষের মনে টিকাভীতি কমে র্রমরহ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন সংখ্যাও বাড়ছে। সরকার নিবন্ধনের বয়স সীমারেখা কিছুটা কমিয়ে আনায় নিবন্ধন করতে আসা মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। 

গণ টিকাদানের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহীদের উপস্থিতি বেড়েছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাটিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। যাদের আগে নিবন্ধন করা ছিল তারাই টিকা নিচ্ছেন। পাশাপাশি প্রবীনদের সঙ্গে ৪০ বছরের বেশি বয়সীরাও কর্মসূচি দেখতে এবং নিবন্ধন করতে এসেছেন। এখানে ৮টি বুথে টিকাদান কর্মসূটি চলছে।

গণটিকাদান কর্মসূচি শুরুর পর দ্বিতীয় দিনে সোমবার ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন, যা প্রথম দিনের তুলনায় দেড় গুণ বেশি। রবিবার ও সোমবার মিলে এ পর্যন্ত  সারাদেশে  মোট ৭৭ হাজার  ৬৬৯ জন করোনা টিকা নিয়েছেন। 

দ্বিতীয় দিন সোমবার যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের  সংখ্যা  ছিল বেশি। এদিন ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ ও ১০ হাজার ৬৬৬ জন নারী টিকা নিয়েছেন। প্রথম দিন রবিবার টিকা  নিয়েছিলেন ৩১ হাজার ১৬০জন।  ফলে প্রথম দিনের তুলনায় দ্বিতীয়  দিনে টিকাগ্রহণকারীদের সংখ্যা প্রায়  ১৬ হাজার বেড়েছে। আজ মঙ্গলবার তৃতীয় দিনে টিকা গ্রহণকারীদের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের এক  বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, দ্বিতীয় দিনে যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মাত্র ৯২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রথম দিন  উপসর্গ দেখা দেয় মাত্র ২১ জনের মধ্যে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৫ লাখ ১২ হাজার ৫ জন টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এদিন, রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে ৭ হাজার ১৭৮ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার পর্যন্ত সবচেয়ে বেশি টিকা নেওয়াদের সংখ্যা ঢাকা বিভাগে। এ বিভাগে ১২ হাজার ৮২২ জন  টিকা নিয়েছেন। এছাড়া, চট্টগ্রামে ১০ হাজার ৪৮০জন, ময়মনসিংহে ২ হাজার ৩৯৪ জন, রংপুরে ৫ হাজার ৫০৩জন, রাজশাহীতে ৫ হাজার ৬৪২ জন, সিলেটে ৩ হাজার ৯৫৪ জন, বরিশালে ১ হাজার ৫৪৪ জন ও খুলনা বিভাগে ৪ হাজার ১৭০জন টিকা নিয়েছেন।

Link copied!