করোনাভাইরাস : মৃতের সংখ্যা ছাড়াল ২৩ লাখ ৩৬ হাজার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০৪:২৩ পিএম

করোনাভাইরাস : মৃতের সংখ্যা ছাড়াল ২৩ লাখ ৩৬ হাজার

বিশ্বে চলমান করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানীর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এ পর্যন্ত  বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৭০ লাখ। পাশাপাশি  মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৯৪৬ জন।

চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায়ই নতুন করে যোগ হচ্ছে করোনার নতুন ধরণ। সোমবার ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনার নতুন ধরণ ধরা পড়েছে, যা আগের ভাইিরাসের চেয়ে বেশি শক্তিশালী বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যে জানা যায়, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে সোমবার পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৪০৫ জন মারা গেছেন ।সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। করোনাভাইরাসে এই পর্যন্ত ২ কোটি ৯৭ লাখ ৬২৯ জন আক্রান্ত হয়েছেন।

মৃতের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এ দেশটিতে মারা গেছেন ২ লাখ ৩২ হাজার ২৪৮জন । মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে  মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রতিবেশি এ দেশটিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৬ হাজার ১৩ জন। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৭৩১ জন মারা গেছেন।

এছাড়া, যুক্তরাজ্যে ১ লাখ ১২ হাজার ৭৯৮জন, ভারতে ১লাখ ৫৫ হাজার ১৯৫জন, ইতালিতে ৯১ হাজার ৫৮০ জন, ফ্রান্সে ৭৯ হাজার ৪২৩জন, রাশিয়ায় ৭৭ হাজার ৬৮ জন মারা গেছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যে, করোনাভাইরাসের উৎসদেশ হিসেবে পরিচিত চীনে মৃতের  সোমবারের সংখ্যাই অপরিবর্তিত রয়েছে। এই দেশটিে মারা গেছে ৪ হাজার ৬৩৬জন। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯,৭২০।

Link copied!