করোনাভাইরাস : দেশে শনাক্ত কমলেও দ্বিগুণ বেড়েছে মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০২:০৭ এএম

করোনাভাইরাস : দেশে শনাক্ত কমলেও দ্বিগুণ বেড়েছে মৃত্যু

দেশে গত একদিনে দশ মাসের মধ্যে সবচেয়ে কম নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯২ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এসময়ে আক্রান্ত শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ, যা গতকাল (২ দশমিক ৫১) থেকে অনেক কম।

তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যুর হার দ্বিগুণ বেড়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে নতুন করে ১৫ জন যান। এর আগের দিন দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩১ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ২০৫ জন মারা গেছেন। এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন।

Link copied!