করোনাভাইরাস : সৌদিতে ১০ মসজিদ বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০৯:৫২ পিএম

করোনাভাইরাস : সৌদিতে ১০ মসজিদ বন্ধ

ইমাম ও মুয়াজ্জিনসহ মুসল্লিদের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশের ১০টি মসজিদ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। ওইসব মসজিদের কর্মকর্তা-কর্মচারি ও মুসল্লিদের অনেকেই করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটির ধর্ম মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়, একই কারণে ১০টি মসজিদের পাশাপাশি আল-দালাম মস্ক এবং কল অ্যান্ড গাইডেন্স ডিপার্টমেন্টও বন্ধ করে দেয়া হয়েছে। 

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, দুই দিনে রিয়াদ অঞ্চলের পাঁচটি মসজিদ বন্ধ করে দিয়েছে তারা। এর মধ্যে তিনটি মসজিদ হোরাইমিলাহ গভর্নোরেটে অবস্থিত। অপর দুটি মসজিদ আল-আফলাজ এবং আল-দালামে অবস্থিত।

অন্য পাঁচটি মসজিদের মধ্যে তিনটি উত্তরাঞ্চলীয় অঞ্চলে অবস্থিত। এছাড়া আল-বাহা অঞ্চলের আল-মান্দাক ও পূর্বাঞ্চলীয় দাম্মাম প্রদেশে একটি করে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে।

মসজিদগুলোকে এখন জীবাণুমুক্ত করা হবে। এজন্য প্রায় দুই দিন সময় লাগতে পারে। জীবাণুমুক্ত হওয়ার পর নামাজ পড়ার জন্য পরিবেশ তৈরি হলে মসজিদগুলো খুলে দেওয়া হবে বলেও সৌদি গেজেটের খবরে বলা হয়।

Link copied!