করোনার তৃতীয় ঢেউয়ের কবলে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৩, ২০২১, ০২:২২ এএম

করোনার তৃতীয় ঢেউয়ের কবলে জার্মানি

ফের করোনা সংক্রমণ বাড়ছে জার্মানিতে। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন সেখানে পুরোদমে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। জেনেভায় জাতিসংঘের সাংবাদিক সংস্থাকে রবার্ট কশ ইনস্টিটিউটের পরিচালক লোটার ভিলার বলেন, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জার্মানিতে ইতোমধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে।

তার এমন মন্তব্যের কারণ, জার্মানিতে এ সপ্তাহে একদিনে ২৪ হাজার ৩৫৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে এক সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণ ২,৪০০ বেড়ে গেল। সংক্রমণের হারও এক লাখে ৬৫ দশমিক ৪ থেকে বেড়ে এ সপ্তাহে ৬৯ দশমিক ১ হয়েছে।

জার্মানি ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে লকডাউন আবার কড়া করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার। বিশেষ করে যেসব এলাকায় এক লাখের মধ্যে ২৫০ জন বা তারও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকায় লকডাউন সবচেয়ে কড়াভাবে আরোপ করা হয়েছে।

এদিকে বেলারুশে কয়েকজনের দেহে পাওয়া গেছে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ধরনের ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই পোল্যান্ড, ইউক্রেন অথবা মিশর থেকে বেলারুশে প্রবেশ করেছেন।

অন্যদিকে ডেনমার্ক পড়েছে আরেক সংকটে। সে দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর বেশ কয়েকজনের রক্ত জমাট বেঁধে গেছে। ফলে সেখানে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ রাখা হয়েছে।

সূত্র : রয়টার্স।

 

  

Link copied!