করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজারের ওপরে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২২, ১১:২০ পিএম

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজারের ওপরে

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ জন। একই সময়ে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৫.৪৭ শতাংশ হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৫.২০ শতাংশ ও ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছিল।

একদিনে শনাক্ত ২ হাজার ৮৭ জন রোগীর মধ্যে এক হাজার ৭৯৫ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। আর ঢাকা বিভাগের জেলা নারায়ণগঞ্জে ৪৭ জন, গাজীপুরে ১৫ জন, নরসিংদীতে ১৪ জন, ফরিদপুরে ছয়জন, কিশোরগঞ্জে চারজন, মানিকগঞ্জে পাঁচজন, রাজবাড়ীতে দুজন, শরীয়তপুরে তিনজন, টাঙ্গাইলে দুজন শনাক্ত হয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১১২ জন, রাজশাহীতে ১১ জন, রংপুরে আটজন, খুলনায় ২১ জন, বরিশালে ২১ জন ও সিলেটে ছয়জন রোগী শনাক্ত হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!