করোনায় মৃত্যু ১, শনাক্তের হার ১৩ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২২, ০২:৩৯ এএম

করোনায় মৃত্যু ১, শনাক্তের হার ১৩ শতাংশের বেশি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার গত ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ১৩৪ জন মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ০৩ শতাংশ। বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩০ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দি ৭ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮৭৪ জন। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ২০৩ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে বুধবার ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২২ জন। এনিয়ে দেশে মোট ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। গতকাল মঙ্গলবার এই হার ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ।

Link copied!