কাবুলে মসজিদে হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৬:১৫ এএম

কাবুলে মসজিদে হামলা, নিহত ৫০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বেসমুল্লাহ হাবিব বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার কাবুলের পশ্চিমাঞ্চলীয় খলিফা সাহেব মসজিদে ওই বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।

বেসমুল্লা হাবিব বলেন, শুক্রবার জুমার নামাজের পর বিকালের দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে খালিফা সাহিব মসজিদে এই বিস্ফোরণ ঘটেছে। সরকারিভাবে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

ওই মসজিদের প্রধান সৈয়দ ফাজিল আঘা বলছেন, তাদের সঙ্গে জুমার নামাজে কোনো আত্মঘাতীবোমা হামলাকারী সামিল হয়েছিল। পরে সে এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

কাবুলের শহরতলীর এমার্জেন্সি হসপিটাল জানিয়েছে, ২১ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর দুইজন হাসপাতালে পৌঁছানোর সময়ই মারা গেছে।

হামলার জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আফগানিস্তানে সম্প্রতি দফায় দফায় এমন হামলা হয়েছে। তার মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এর আগের সপ্তাহের বৃহস্পতিবারে মাজার ই শরীফ শহরে এ রকম বিস্ফোরণে ৯ জন এবং তারপর দিন শুক্রবার কুন্দুজের একটি মসজিদে হামলায় ৩৩ জনের মৃত্যু হয়।

Link copied!