কারচুপি না করলে জনরায় মেনে নেব: তৈমুর

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ১১:২৫ পিএম

কারচুপি না করলে জনরায় মেনে নেব: তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, “সরকার ও নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো কারচুপি না করলে আমরা জনরায় মেনে নেব।”

নিজের এক কর্মী গ্রেপ্তার হওয়ার পর তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে রবিবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তৈমুর আলম খন্দকার বলেন, ভোটকেন্দ্রের বাইরে কোনো গোলযোগ ছাড়াই ভোট শেষ হয়েছে। তবে ভেতরে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না দেখতে হবে। কারণ অধিকাংশ জায়গার ইভিএম ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। জনগণ  সঠিকভাবে ভোট দিতে পারেনি। এসব ব্যাপারে তারা সন্দিহান। এসব বিষয়ে খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।

নির্বাচনে সার্বিক পরিস্থিতি বিষয়ে তৈমুর বলেন, “আমার নেতা-কর্মীদের ধরপাকড় করা হয়েছে, ব্যাজ খুলে নেওয়া হয়েছে। তারপরও লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হব।”

তিনি অভিযোগ করেন, “আমি বারবার বলে আসছিলাম, আমার নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ধরা হচ্ছে। আজও আমার ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়েছে র‌্যাব, পুলিশ, বিজিবি। এই অবস্থার মধ্যে আমাকে নির্বাচন করতে হয়েছে।”

Link copied!