কুমিল্লায় বিএনপির সমাবেশ: রুমিন ফারহানাসহ বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২২, ০৩:৪২ এএম

কুমিল্লায় বিএনপির সমাবেশ: রুমিন ফারহানাসহ বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি

কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ থেকে মোবাইল ও মানিব্যাগ চুরি যাওয়ার হিড়িক পড়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মোবাইল ফোনসহ শতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির খবর পাওয়া গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির সমাবেশস্থল পরিদর্শনে আসেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এসময় তাকে ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহের কারণে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় রুমিন ফারহানার দু’টি এবং মনিরুল হক সাক্কুর একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ঠিক একই সময়ে দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক এবং সময়ের আলো ও ঢাকা প্রকাশের প্রতিনিধি জহির শান্তসহ অন্তত আরো ১০ জনের মোবাইল ফোন চুরি হয়। এর আগে ও পরে কুমিল্লার এই সমাবেশস্থল থেকে শতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়।

রুমিন ফারহানা বলেন, ‘আমার মোবাইল ফোন হারিয়ে গেছে। আমি কুমিল্লার কোতোয়ালি থানায় জিডি করেছি। জিডির কপিতে আইএমইআই নম্বর দিয়েছি। কিন্তু থানা থেকে কোনও সহযোগিতা পাইনি।’

রুমিন ফারহানার মোবাইল হারানোর ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সনজুর মোর্শেদ। তবে কে জিডি করেছেন সেটি জানাতে পারেননি।

এদিকে, মোবাইল হারানোর রাতে সমাবেশের প্রচার মাইকে একটি মোবাইল হারানোর ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন তাহলে শিগগিরই কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর কাছে জমা দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। মোবাইলের সন্ধান দেওয়া ব্যক্তির নাম গোপন রাখা হবে।’

Link copied!