কেপপ: ঢাকা কাঁপাতে ২৫ ফেব্রুয়ারি আসছে কোরিয়ানরা

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৪:১৯ এএম

কেপপ: ঢাকা কাঁপাতে ২৫ ফেব্রুয়ারি আসছে কোরিয়ানরা

বাংলাদেশের কেপপ ভক্তদের বিনোদন দিতে আসছে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে লাইভ কনসার্ট। দক্ষিণ কোরিয়া-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ‘র এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন, কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা) যৌথভাবে "কোরিয়া সপ্তাহ ২০২৩" এর অংশ হিসেবে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।  

এতে আরও্ বলা হয়, অর্থনৈতিক সাফল্য উদযাপন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ও কুর্মিটোলা গলফ ক্লাবে প্রস্তুতি নিচ্ছে। “স্টে স্ট্রং মার্চ টুগেদার” এই শ্লোগান নিয়ে আগামী ৩ মার্চ পর্যন্ত "কোরিয়া সপ্তাহ ২০২৩" এর নানা আয়োজন এ দুটো ভ্যেনুতে অনুষ্ঠিত হবে।

উৎসবে থাকা ইভেন্টগুলো ৫০তম বার্ষিকীকে আরও রঙিন করবে। এ আয়োজনের মধ্য দিয়ে সুসংহত হবে অর্থনৈতিক সম্পর্ক। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে "কোরিয়া সপ্তাহ ২০২৩"।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোকেস কোরিয়াতে (কোরিয়ান পণ্যের প্রদর্শন; ২৫-২৬ ফেব্রুয়ারি) ৪০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে। এখানে এলজি প্রধান পৃষ্ঠপোষক হিসাবে কাজ করবে। স্যামসাং গ্যালাক্সি স্পন্সরশিপের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি কেপপ (Kpop) টিম লাইভ কনসার্ট, বয়গ্রুপ "(TAN)” গার্লগ্রুপ “ICU” এবং কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ান্দো পারফরম্যান্স টিম “Nolja) এবং বাংলাদেশের কেপপ ভক্তদের বিনোদন দিতে ঢাকায় আসবে। এছাড়াও কোরিয়ান খাবার, ইলেকট্রনিক পণ্য, কোরিয়ান পর্যটন সম্পর্কিত তথ্য বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

Link copied!